+
সাবেক প্রেমিকার ছবিতে সিঁদুর পরিয়ে ফেসবুকে পোস্ট করে বিপাকে পড়েছেন এক যুবক। সিঁদুরদানের পাশাপাশি প্রেমিকার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। ওই যুবকের এ ধরনের কর্মকাণ্ডকে অশ্লীল বলে দাবি করে থানায় অভিযোগ করেছে মেয়ের বাবা।
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজনগরের। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অন্যের সঙ্গে নতুন করে সম্পর্ক জড়ানো পছন্দ হয়নি ওই যুবকের। তাই ফেইসবুকে মেয়েটির ছবিতে ফটোশপ করে সিঁদুর পরিয়ে দেয়া হয়। আর এই নিয়ে শুরু হয় টানাপোড়েন। ফেইসবুকে শুরু হয় সমালোচনা ঝড়।
এরপর ওই মেয়েকে সবাই প্রশ্ন করতে থাকেন- কবে বিয়ে করলি, কাকে করলি, জানালি না তো। আর এসব মজা উপভোগ করেছে সাবেক প্রেমিক। এরই মধ্যে মেয়েটির নতুন প্রেমিকও ছেড়ে চলে গেছে। সব মিলিয়ে পুলিশের দ্বারস্থ হন ছাত্রীর বাবা। লিখিত অভিযোগে এই ‘অশ্লীল’ কাজের শাস্তি চান তিনি।
ইতিমধ্যে পুলিশ সেই ফেইসবুক প্রোফাইলটি বন্ধ করে দিয়েছে। উত্ত্যক্তকারী প্রেমিককে গ্রেফতার করে সাইবার ক্রাইম থানা। পরে আদালতের নির্দেশে হাজতে পাঠানো হয়।